মোহনপুরে জওহর নবোদয় বিদ্যালয়ের সূচনা করলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ

AGARTALA:

গুণগত শিক্ষায় ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তোলার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। শিক্ষার প্রসারে ও উন্নত শিক্ষা পরিকাঠামো গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করছে রাজ্য সরকার। বুধবার পশ্চিম জেলার মোহনপুর জওহর নবোদয় বিদ্যালয়ের অস্থায়ী স্কুলের সূচনা করে এ কথা বলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।

তিনি বলেন, হেজামারার খোয়াই চৌমুহনী এলাকায় ৫০ কানি জমিতে ৬০ কোটি টাকা ব্যয়ে জওহর নবোদয় বিদ্যালয় স্থায়ীভাবে স্থাপন করা হবে। আগামী মাস থেকেই এর নির্মাণ কাজ শুরু হবে। এই বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ১১৪ জন ছাত্রছাত্রীকে নিয়ে এখন ক্লাস শুরু হচ্ছে।

তিনি বলেন, রাজ্য সরকারের আওতাধীন সবকয়টি বিদ্যালয়ে এনসিআরটি'র পাঠ্যক্রম চালু করা হয়েছে। এজন্য ৩১,২৬৩ জন শিক্ষক-শিক্ষিকাকে ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১৩৫টি বিদ্যালয়ে ভোকেশন্যাল কোর্স চালু করা হয়েছে। আরও ৭০টি বিদ্যালয়ে তা চালু করা হবে। মেধাবী ছাত্রছাত্রীদের জন্য সুপার-৩০ স্কিম চালু করা হয়েছে। নতুন দিশা প্রকল্প চালু করা হয়েছে। ১০০টি বিদ্যালয়ে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করা হয়েছে। ১৩৫টি বিদ্যালয়কে বাংলা থেকে ইংরেজী মাধ্যমে রূপান্তরিত করা হয়েছে।

অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন বিধায়ক বৃষকেতু দেববর্মা, এমডিসি রবীন্দ্র দেববর্মা, মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত, খোয়াই জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ দীপক কুমার পাল। স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর নবোদয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা অদ্বয়া ভট্টাচার্য।

 


INDIA    KARNATAKA    Davanagere   
NORTH EAST    ASSAM    GUWAHATI   
INDIA    GUJARAT    Ahmedabad   
INDIA    KARNATAKA    Sirsi   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    UTTAR PRADESH    Mainpuri   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
INDIA    WEST BENGAL    KOLKATA