১৩ জানুয়ারি থেকে আঠারো থেকে পনের বছর বয়সীদের টিকাকরন

AGARTALA:

পনেরো থেকে আঠারো বছর বয়সী কিশোর-কিশোরীদের দেওয়া হবে করোনার ভ্যাকসিন। আগামী তেসরা জানুয়ারি থেকে এই টিকাকরণের প্রক্রিয়া শুরু হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।

তিনি একই সঙ্গে জানিয়েছেন, স্বাস্থ্য কর্মী ও সামনের সারির কোভিড যোদ্ধাদের বিশেষ সতর্কতামূলক টিকার ডোজ আগামী দশই জানুয়ারি থেকে প্রদান করার ব্যাপারে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে। ৬০ ঊর্ধদের মধ্যে যারা জটিল রোগে আক্রান্ত তাদেরও ভ্যাকসিনের সতর্কতা মূলক ডোজ দেওয়া হবে৷

সারা দেশে এখন পর্যন্ত একশো আটচল্লিশ কোটি সাঁইত্রিশ লক্ষের বেশী কোভিড ভ্যাকসিন ডোজ প্রদান করা হয়েছে।

রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে রাজ্যে এখন পর্যন্ত ছেচল্লিশ লক্ষ একাশি হাজার ছয়শো তেতাল্লিশ জনকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন পঁচিশ লক্ষ সাতষট্টি হাজার একশো একষট্টি জন এবং একুশ লক্ষ চৌদ্দ হাজার চারশো বিরাশি জনকে দেওয়া হয়েছে দ্বিতীয় ডোজ।

এদিকে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকে ১০০ শতাংশ কোভিড টিকাকরণ সম্পন্ন হয়েছে।

 


NORTH EAST    ASSAM    GUWAHATI   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI