শুরু হচ্ছে প্রথম ও তৃতীয় ডোজের কোভিড টিকাকরণ

AGARTALA:

 ১৫ থেকে ১৮ বছর বয়সীদের প্রথম ডোজ ৩ জানুয়ারি এবং ৬০ বছরের উর্ধ্বে বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তি সহ প্রথম সারির যোদ্ধাদের ১০ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে কোভিড টিকাকরণ। শনিবার জাতীয় স্বাস্থ্য মিশনের সদর কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন এন এইচ এম রাজ্য অধিকর্তা ডাঃ সিদ্ধার্থ জয়সয়াল।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী ৩ জানুয়ারি থেকে ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ এবং ১০ জানুয়ারি থেকে ৬০ বছরের উর্ধ্বে স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির যোদ্ধা ও বিভিন্ন রোগে আক্রান্তরা অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে কোভিড টিকা নিতে পারবে। এই ছাড়াও ৬০ বছরের উর্ধ্বে বয়সিরা টিকাকরণ কেন্দ্রে  গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে। 

প্রথম ডোজের ক্ষেত্রে যারা ২০০৭ সাল এবং তার আগে জন্মগ্রহণ করেছে তারাই টিকাকরণের আওতায় আসতে পারবে। টিকাকরণ কেন্দ্রে পরিচয় পত্র হিসেবে আধার কার্ড এবং স্কুলের আই কার্ড নিয়ে যেতে হবে বলে জানান দপ্তরের অধিকর্তা।

তিনি আরও বলেন, ১৫ থেকে ১৮ বছর বয়সী ২ লক্ষ ১৩ হাজার জনকে এবং  ৬০ বছরের উর্ধ্বে ৯১ হাজার ২০০ জনকে তৃতীয় ডোজ দেওয়া হবে 

 


NORTH EAST    ASSAM    GUWAHATI   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI