শিশুর হৃদযন্ত্রের জটিল অস্রোপাচার সফল জিবিপি হাসপাতালে

AGARTALA:

জিবিপি হাসপাতালে হৃদযন্ত্রের সফল জটিল অস্ত্রোপচার সম্পন্ন হল। তেলিয়ামুড়ার লেম্বুছড়ার বাসিন্দা ৬ বছরের শিশু উদয় রুদ্র কাশি ও জ্বর নিয়ে জিবিপি হাসপাতালে ভর্তি হয়েছিল। পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে যে সে জন্মগত হৃদরোগে আক্রান্ত। কার্ডিও থোরাসিক অ্যান্ড ভাসকুলার সার্জারি অ্যান্ড ইন্টারভেনশনাল রেডিওলজি ডিপার্টমেন্টের পরীক্ষা-নিরীক্ষায় শনাক্ত হয় যে টমটমচালক উত্তম রুদ্র পালের ছেলে উদয় রুদ্র পালের সিঙ্গল অ্যাট্রিয়াম উইথ টোটাল সেপটাল ডিফেক্ট রয়েছে, অর্থাৎ তার হৃদপিন্ডে চারটির বদলে তিনটি প্রকোষ্ঠ, ফলে দূষিত ও ভালো রক্ত মিশে গিয়ে জটিলতার সৃষ্টি করছিল।

কার্ডিয়াক সার্জন ডাঃ কনক নারায়ণ ভট্টাচার্য অস্ত্রোপচারের পরামর্শ দেন। সেই অনুযায়ী গত ১০ মে সে জিবিপি হাসপাতালে ভর্তি হয়। প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পর হাসপাতালের কার্ডিয়াক সার্জন ডাঃ ভট্টাচার্যের নেতৃত্বে চিকিৎসকরা গত ১১ মে ওপেন হার্ট সার্জারির মাধ্যমে চতুর্থ প্রকোষ্ঠ তৈরী করেন। প্রায় ছয় ঘন্টায় এই অস্ত্রোপচার সম্পন্ন হয়।

অস্ত্রোপচারে যুক্ত ছিলেন কার্ডিয়াক অ্যানেসথেসিওলজিস্ট ডাঃ মণিময় দেববর্মা, কার্ডিয়াক ইনটেনসিভিস্ট ডাঃ সুরজিৎ পাল, পারফিউগানিস্ট (হার্ট-লাং যন্ত্র পরিচালক) সুজন সাহু, সার্জিকেল অ্যাসিসটেন্ট সুদীপ্ত মন্ডলসহ ১২ সদস্যক সার্জিক্যাল টিম।

সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে এবং তার শারীরিক অবস্থাও স্থিতিশীল রয়েছে।

রোগীর আয়ুষ্মান কার্ড থাকায় বিনামূল্যে এই অস্ত্রোপচার করা হয়। রাজ্যের বাইরে গিয়ে বিনামূল্যে হার্টের অপারেশন করতে পারায় রোগীর পরিজনেরা হাসপাতালের কর্তৃপক্ষের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডাঃ কনক নারায়ণ ভট্টাচার্য রোগ সনাক্তকরণে সহায়তা করায় কার্ডিওলজিস্ট ডাঃ অনিন্দ্য সুন্দর ত্রিবেদি ও ডাঃ অরূপ দেব এবং অস্ত্রোপচারে জড়িত তাঁর টিমের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

 


NORTH EAST    ASSAM    GUWAHATI   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI