ললিত কলা একাডেমি নর্থ-ইস্ট রিজিওন্যাল সেন্টারের সাংস্কৃতিক কর্মকান্ডে রাজ্য সরকার পাশে থাকবে, স্কলারশিপ প্রাপক চিত্র ও ভাস্কর্য শিল্পীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী

AGARTALA:

ললিত কলা একাডেমির নর্থ-ইস্ট রিজিওন্যাল সেন্টারের ১৫ জন স্কলারশিপ প্রাপক চিত্র ও ভাস্কর্য শিল্পী বুধবার সচিবালয়ে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে এক সৌজনামূলক সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকার কালে শিল্পীগণ তথ্য ও সংস্কৃতিমন্ত্রীকে পুষ্পস্তবক প্রদান করে শুভেচ্ছা জানান।

তথ্য ও সংস্কৃতিমন্ত্রী স্কলারশীপ প্রাপক শিল্পীদের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন। সাক্ষাৎকার কালে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী রাজ্যের কলা ও সংস্কৃতির ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে তাদের প্রতি আহ্বান জানান।

ললিত কলা একাডেমি নর্থ-ইস্ট রিজিওন্যাল সেন্টারের সাংস্কৃতিক কর্মকান্ডে রাজ্য সরকার তাদের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে শিল্পীদের আশ্বস্ত করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী।

রাষ্ট্রীয় ললিত কলা একাডেমির এগজিকিউটিভ বোর্ড মেম্বার সুমন মজুমদার সাক্ষাৎকারকালে জানান, ললিত কলা একাডেমির নর্থ-ইস্ট রিজিওন্যাল সেন্টারের এই ১৫ জন স্কলারশীপ প্রাপক চিত্র ও ভাস্কর্য শিল্পীর মধ্যে রাজ্যের ৬ জন শিল্পী রয়েছেন। বাকিরা হলেন আসাম ও মনিপুর রাজ্যের। তারা প্রত্যেকেই প্রতিমাসে ২০ হাজার টাকা করে একবছর স্কলারশীপ পাবেন। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রক এই স্কলারশিপ প্রদান করবে।

তিনি আরও জানান, সম্প্রতি গুয়াহাটিতে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের উপস্থিতিতে ললিত কলা একাডেমি নর্থ-ইস্ট রিজিওন্যাল সেন্টারের স্কলারশিপ প্রাপক শিল্পীদের সম্মাননাও প্রদান করা হয়।

 


INDIA    Telangana    Warangal   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    Telangana    Warangal   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
INDIA    NEW DELHI    NEW DELHI