রাজ্যের সমস্ত জনজাতিদের সঠিক পথের দিশা দেখিয়েছে, বর্তমান সরকার কিল্লা ব্লকে মতবিনিময় সভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

AGARTALA:

কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির সুফল রাজ্যের প্রান্তিক জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। সোমবার কিল্লা ব্লকের দশরথ দেব মেমোরিয়াল স্কুল মাঠে পিএম-কিষাণ, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্প সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে সুবিধাভোগী ও এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী রামপদ জমাতিয়া, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব, প্রাক্তন এমডিসি জয়কিশোর জমাতিয়া, গোমতী জেলার জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার সহ অন্যান্যরা । মতবিনিময় অনুষ্ঠানে  বিপ্লব দেব বলেন, রাজ্যের জাতি জনজাতি অংশের মানুষের কল্যাণে বর্তমান সরকার ধারাবাহিকভাবে কাজ করে আসছে। এই সরকার জনতার সরকার। রাজ্যের সমস্ত জনজাতিদের সঠিক পথের দিশা দেখিয়েছে বর্তমান সরকার। জনজাতিদের সার্বিক উন্নয়নের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ১৩০০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। খুব শীঘ্রই তার বাস্তবায়নে কাজ শুরু হবে। কাঞ্চনপুরের রিয়াং শরণার্থী সমস্যা সমাধান করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। এজন্য ৬০০ কোটি টাকার বিশেষ প্যাকেজ দেওয়া হয়েছে। এই রিয়াং শরণার্থীদের জন্য শিক্ষা, বাসস্থান, বিদ্যুৎ, জল ইত্যাদির ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। তিনি বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ২ লক্ষ ২৮ হাজার ঘর নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। জল জীবন মিশন প্রকল্পে বাড়ি বাড়ি বিনামূল্যে জলের সংযোগ দেওয়ার কাজ চলছে। ইতিমধ্যে প্রায় ৫৩ শতাংশ বাড়িতে জলের সংযোগ দেওয়া হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবাস, শৌচালয়, বিদ্যুৎ সংযোগ, গ্যাসের সংযোগ, কোভিড টিকাকরণ ইত্যাদি সবকিছু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার আছে বলেই। তিনি বলেন, আগে ত্রিপুরায় রাবার বিক্রি হতো প্রতি কেজি ৯০ টাকা থেকে ১০০ টাকায়। কিন্তু বর্তমানে তা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৭০ টাকায়। ত্রিপুরার আনারস, বাঁশের বোতল ইত্যাদি আজ আন্তর্জাতিক পরিচয় পেয়েছে। ত্রিপুরার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য ১০০টি বিদ্যাজ্যোতি স্কুল চালু করা হয়েছে। তিনি বলেন, কিন্তুা ব্লকে এখন পর্যন্ত ৫ হাজার ৭৪০ জন পিএম- কিষাণ প্রকল্পের সুবিধা পেয়েছেন। মতবিনিময় অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী রামপদ জমাতিয়া বলেন, জনজাতিদের কল্যাণে রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচিগুলি বাস্তবায়নের কাজ করছে সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহার নেতৃত্বে জনজাতি অংশের মানুষের সার্বিক উন্নতি হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। কেন্দ্রীয় সরকারের সমস্ত পরিকল্পনাগুলির সঠিক বাস্তবায়নের কাজ চলছে বলেও তিনি জানান। বাগমায় রেলস্টেশনের কাজ শুরু করার জন্য তিনি রাজ্য সরকারকে ধন্যবাদ জানান। জেলাশাসক রাভেল হেমেন্দ্রকুমার জানান, গোমতী জেলায় এখন পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্পে ৬ হাজার ৫৯৪টি পাকা আবাস নির্মাণের কাজ চলছে। পিএম-কিষাণ প্রকল্পের আওতায় এসেছে জেলার ৪২ হাজার ২৩৭ জন কৃষক।

 


INDIA    Telangana    Warangal   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    Telangana    Warangal   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
INDIA    NEW DELHI    NEW DELHI