রাজ্যে বিজেপি-আইপিএফটি জোট সরকার ক্ষমতায় রয়েছে, আগামীদিনেও এক সঙ্গে থাকবে: এন সি দেববর্মা

AGARTALA:

রাজ্যে বিজেপি-আইপিএফটি জোট সরকার ক্ষমতায় রয়েছে। আগামীদিনেও এক সঙ্গে মিলে মন্ত্রিসভা পরিচালনা করা হবে। পাশাপাশি দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন আইপিএফটি নেতা এন সি দেববর্মা।

বৃহস্পতিবার আগরতলাতে কর্মী সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি আরও বলেন, আইপিএফটি নিজের অস্তিত্ব মুছে অন্য কোন রাজনৈতিক দলে মিশে যাবে না। যারা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে দল। সারা ত্রিপুরায় আইপিএফটি দলের ৩৩টি বিভাগীয় কমিটি রয়েছে। প্রয়োজনে অন্তর্বর্তী সম্মেলনের আয়োজন করা হয়েছে। তাতে, ২৭টি বিভাগীয় কমিটি থেকে ৪১০ জন প্রতিনিধি এবং বিভিন্ন পর্যবেক্ষক মিলিয়ে সর্বমোট ৬০০ জন সামিল হয়েছেন।

তিনি বলেন, ২০০৯ সালে আইপিএফটি দল গঠিত হবার পর থেকে ত্রিপুরা ও দিল্লিতে দাবি আদায়ে আন্দোলন জারি রেখেছে। তিপ্রাল্যান্ড দাবি আদায়ে এখনও আন্দোলন জারি রেখেছে। এ সম্মেলনে সকলের সঙ্গে আলোচনায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রয়োজন হয়েছে বলে এক মাসের মধ্যে দলের অন্তর্বর্তী সম্মেলন হয়। গত ২ ও ৩ এপ্রিল রাজ্য সম্মেলনে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। তাই অসুম্পর্ণ কাজ গুলি পরিচালনা করতে আজকের আলোচনা হয়। সে মোতাবেক আইপিএফটির কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় কার্যকরী কমিটি এবং উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে।

আজকে আইপিএফটির ৮ জন বিধায়কের মধ্যে ৪ জন উপস্থিত ছিলেন। আইপিএফটির বর্তমান সভাপতি তথা জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া উপস্থিত না থাকায় বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু হয়েছে। এন সি দেববর্মা নিজেই দলের সভাপতির পদে থাকছেন বলে জানিয়ে দেন। এদিকে, দলের সভাপতি পদ নিয়ে এন সি দেববর্মার ঘোষণাকে মানতে নারাজ মেবার কুমার জমাতিয়া। এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়ে দেন।

 


NORTH EAST    ASSAM    GUWAHATI   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI