রাজ্যে পৃথক ছয়টি সড়ক দুর্ঘটনায় নিহত দুই আহত পনেরো জন

AGARTALA:

রাজ্যের বিভিন্ন প্রান্তে সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত ১৫ জন। সোনামুড়ার কলমচৌরা এলাকায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক যুবকের। তার নাম মহম্মদ জনি। ঘটনাস্থল থেকে ঘাতক গাড়িটি পালিয়ে যায়। রক্তাত্ব অবস্থায় তাকে রাস্তা থেকে তুলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানিয়ে দেয়।

এলাকাজুড়ে যখন ঈদের আনন্দে মেতে রয়েছে হঠাৎ এই দুর্ঘটনার খবর পেয়ে শোকের ছায়া নেমে আসে আত্মীয় পরিজন থেকে শুরু করে এলাকাবাসীদের মধ্যে।

মঙ্গলবার সকালে কাঞ্চনপুর যাবার পথে বড়মুড়া পাহাড়ে দুর্ঘটনার কবলে পড়ে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের চেয়ারম্যান জগদীশ দেববর্মার নিরাপত্তা কর্মীদের গাড়ি। যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিরাপত্তা কর্মী আহত হয়। তারা হলেন সুবীর গোপ, রূপক ত্রিপুরা, রাজেন্দ্র দেববর্মা, গৌতম ঘোষ এবং রুবেন্দ্র দেববর্মা। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। 

এদিকে, কাকরবন  হসপিটাল চৌমুহনী এলাকায় এক মালবাহী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে গুরুতর আহত হয় তিন জন। রাস্তার পাশে থাকা কয়েকটি দোকান ভেঙ্গে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায় গাড়িটি দ্রুতগতিতে থাকার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে উত্তেজনা দেখা দিলে কাঁকড়াবন থানার পুলিশ ছুটে এসে নিয়ন্ত্রণে নিয়ে আসে। টিআর ০১ একিউ ১৬০৬ নম্বরের ট্রিপার গাড়িটি আটক করে থানায় নিয়ে যায়।

আরও একটি সড়ক দুর্ঘটনা ঘটে তেলিয়ামুড়ায়। ঘটনা সিআরপিএফ বাহিনীর গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় এক যুবক। আহত যুবকের নাম সঞ্জয় রুদ্র পাল। বাড়ি তেলিয়ামুড়া থানাধীন হাওয়াই বাড়ি এলাকায়। তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া  ইকো পার্ক সংলগ্ন এলাকায় মঙ্গলবার দুপুরে ধাক্কা দেয় জওয়ানদের গাড়ি। পরবর্তী সময়ে স্থানীয় জওয়ানদের সহায়তায় তাকে জিবি হাসপাতালে পাঠানো হয়।

আরও একটি সড়ক দুর্ঘটনা দক্ষিণ ত্রিপুরার বিলোনীয়ায়। ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত এক মহিলা সহ চার জন। ঘটনা বিলোনীয়া আইসি নগর নতুন পেট্রোল পাম্পের সামনে। এদের স্থানীয় হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়।

আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়। সড়কে জল জমে রাস্তা পিচ্ছিল হবার কারণে এক দুইটি দুর্ঘটনা ঘটলেও বাকি গুলি অধিক গতির জন্য ঘটে।

এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন কর‌ইলং পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় তেলের ট্যাংকার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো প্রসেনজিৎ দাস নামে এক যুবক। বয়স আনুমানিক ২৫ বছর। ঘটনাস্থল থেকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে জানায়।

 


NORTH EAST    ASSAM    GUWAHATI   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI