রাজ্যে নতুন আক্রান্ত ছাড়লো সহস্রাধিক, নতুন নির্দেশিকা জারি কেন্দ্রের

AGARTALA:

রাজ্যে শুক্রবার আক্রান্ত ছড়ালো সহস্রাধিক। শুক্রবার মিডিয়া বুলেটিনের রিপোর্ট অনুযায়ী ১০০৭ জনের করোনা পজেটিভ আসে। এদের মধ্যে পশ্চিম জেলায় ৫৭৬ জন, উত্তর জেলায় ৭৭ জন, সিপাহীজলা জেলায় ৬২ জন, দক্ষিণ জেলায় ৩৬ জন, ধলাই জেলায় ৬৪ জন, ঊনকোটি জেলায় ৬৯ জন, খোয়াই জেলায় ৩৬ জন এবং গোমতি জেলায় ৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯২ জন।

এদিকে কেন্দ্রীয় সরকার জারি করল নতুন নির্দেশিকা। মূলত উপসর্গহীন রোগীদের বিষয়ে নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। স্বাস্থ্য মন্ত্রকের তরফে আজ নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, উপসর্গহীন করোনা আক্রান্ত রোগীদের সংস্পর্শে এলে করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক নয়। এই নির্দেশিকায় বলা হয়েছে, করোনা আক্রান্ত রোগী যাদের হালকা উপসর্গ বা কোনও উপসর্গ নেই তাঁরা হোম আইসোলেশনে থাকতে পারেন। কিন্তু ষাটোর্ধ্ব ব্যক্তিদের ক্ষেত্রে এই নির্দেশে কিছুটা বদল ঘটেছে। কেন্দ্রের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, উপসর্গহীন বা কম উপসর্গযুক্ত করোনা আক্রান্ত ষাটোর্ধ্ব ব্যক্তিরা যথাযথভাবে ডাক্তারের সঙ্গে আলোচনা করার পরই হোম আইসোলেশনে থাকতে পারবেন।

স্বাস্থ্য় মন্ত্রক জানিয়েছে, করোনা পজিটিভ আসার ৭ দিন পর হোম আইসোলেশন সম্পূর্ণ হয়ে যাবে। তবে সেখানেও কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। পরপর তিনদিন জ্বর না থাকলে তবেই ৭ দিন পর হোম আইসোলেশন শেষ হবে। এরপর পুনরায় করোনা পরীক্ষা করে নিশ্চিত হওয়ার কোনও প্রয়োজন নেই।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, উপসর্গহীন রোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিদের করোনা পরীক্ষা করাতে হবে না। এই সপ্তাহের শুরুতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, মৃদু উপসর্গ সহ রোগীদের পরপর তিনদিন জ্বর না আসলে পজিটিভ হওয়া থেকে ৭ দিন পর হাসপাতাল থেকে ছুটি দেওয়া যাবে। কোভিড রোগীদের হাসপাতাল থেকে রিলিজ করার নির্দেশিকায় কিছু পরিবর্তন এনেছেন। কেন্দ্রীয় সরকার ভয়াবহতা উপর ভিত্তি করে এই রোগকে দুইটি ভাগে ভাগ করেছেন- মৃদু ও হালকা। হাসপাতাল থেকে ছাড়ার আগে পুনরায় করোনা পরীক্ষা করারও কোনও প্রয়োজন নেই। হালকা উপসর্গযুক্ত রোগীদের ক্ষেত্রে আরেকটু নজরদারির কথা বলা হয়েছে।

 


NORTH EAST    ASSAM    GUWAHATI   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI