রাজ্যে উদ্বেগজনক করোনা পরিস্থিতি, নতুন আক্রান্ত ৯১৬, মৃত্যু ১ জনের

AGARTALA:

রাজ্যে নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯১৬ জন এবং মৃত্যু হয়েছে একজনের। বর্তমানে এক্টিভ রোগী রয়েছে ২৮৪৪ জন। সারাদেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যেও প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১০ শতাংশ ছুই ছুই। যা গোষ্ঠী সংক্রমণ এর দিকে ধাবিত হচ্ছে।

রাজ্যে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নাইট কারফিউর উপর গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। স্বাস্থ্য দপ্তর প্রস্তুত রয়েছে প্রয়োজনীয় পরিস্থিতি মোকাবেলায়। তবে আগরতলা সংক্রমণের হার সবচেয়ে বেশি হওয়ায় শহরবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার ২৪ ঘণ্টার রিপোর্টে আরটিপিসিআর টেস্ট হয়েছে ৭৫১ জন। যার মধ্যে পজিটিভ এসেছে ৬৮ জন। রেপিড অ্যান্টিজেন টেস্ট হয়েছে ৯৩১৭ জন। এর মধ্যে পজিটিভ ৮৪৮ জন। মোট ১০০৬৮ জনের নমুনা পরীক্ষায় ৯১৬ জনের করোনা পজেটিভ আসে।

এদের মধ্যে পশ্চিম জেলায় ৫৫৯ জন, উত্তর জেলায় ৪৪ জন, সিপাহীজলা জেলায় ৫৬ জন, দক্ষিণ জেলায় ৪৯ জন, ধলাই জেলায় ৬৬ জন, ঊনকোটি জেলায় ৪৯ জন, খোয়াই জেলায় ৫২ জন এবং গোমতি জেলায় ৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আরও একজনের মৃত্যু হয়ে মৃত্যু সংখ্যা হয়ে দাঁড়ালো ৮২৯ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১১২ জন।

 


NORTH EAST    ASSAM    GUWAHATI   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI