রাজ্য মন্ত্রী সভার নতুন সদস্যদের দপ্তর বন্টন

AGARTALA:

রাজ্য মন্ত্রী সভার নতুন সদস্যদের হাতে দপ্তর বন্টন হলো বুধবার। মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা দায়িত্বভার  নেবার পর মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে আলোচনা শেষে নতুন মন্ত্রীদের হাতে দপ্তর বন্টন করেন। বিগত মন্ত্রী সভার বেশির ভাগ মন্ত্রীরা পুনরায় দায়িত্ব বহাল রয়েছেন।

মন্ত্রী মেবার কুমার জমাতিয়া মন্ত্রী থেকে বাদ পড়ায়  দপ্তরের দায়িত্ব অন্যদের উপর দেওয়া হয়। নতুনভাবে দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহার হাতে গৃহ, কারা, স্বাস্থা ও পরিবার কল্যাণ দপ্তর, পূর্ত, শিল্প, বাণিজ্য, সাধারণ প্রশাসন, নির্বাচন সহ অন্যান দপ্তর।

উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনের উপর দেওয়া হয়েছে অর্থ, বিদ্যুৎ , গ্রাম উন্নয়ন, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ, প্রিন্টিং এবং ষ্টেশনারী।

রাজস্ব ও বন দপ্তরের দায়িত্বে থাকবেন এন সি দেববর্মা।

শিক্ষা ও আইন দপ্তরের দ্বায়িত্ব রয়েছে মন্ত্রী রতন লাল নাথের উপর।

কৃষি , পরিবহন এবং পর্যটন  দপ্তরের দ্বায়িত্ব প্রণজিৎ সিংহ রায়ের উপর।

খাদ্য ও নগর  উন্নয়ন মন্ত্রী মনোজ কান্তি দেব।

সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা।

কারা, দমকল ও ইমার্জেন্সি সার্ভিস, ওবিসি কল্যাণ, সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল।

তপশীলি জাতি কল্যাণ, প্রাণী সম্পদ বিকাশ ও শ্রম দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র  দাস।

তথ্য সংস্কৃতি, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

উপজাতি কল্যাণ ও ইন্ডাস্ট্রি এন্ড কমার্স দপ্তরের মন্ত্রী রামপদ জমাতিয়া।

মৎস ও সমবায় মন্ত্রী প্রেম কুমার রিয়াং।

 


INDIA    Telangana    Warangal   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    Telangana    Warangal   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
INDIA    NEW DELHI    NEW DELHI