মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বিপ্লব কুমার দেব, নতুন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

AGARTALA:

মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বিপ্লবকুমার দেব। নতুন মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরলেন বর্তমান রাজ্যসভার সংসদ মানিক সাহার নাম।

শনিবার রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্যের কাছে ইস্তফা পত্র দিয়ে বিপ্লব কুমার দেব বলেন, দল যখনই যে দায়িত্ব দিয়েছে নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করেছি। কারণ, নিজেকে সবসময় নিষ্ঠাবান কার্যকর্তা বলে মনে করি। এখন দল চাইছে ত্রিপুরায় সংগঠনের কাজে মনোনিবেশ করি, তাই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছি।

আজ রাজ্যে আসেন প্রভারী সাংসদ বিনোদ সোনকর, দলের কেন্দ্রীয় নেতা অজয় জাম্বোয়াল, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দর যাদব।

রাজভবন থেকে বেরিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দর যাদব সাংবাদিকদের বলেন, গত চার বছরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর নেতৃত্বে অনেক উন্নয়ন হয়েছে। উন্নয়নের পাশাপাশি সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্য নিয়ে আগামীদিনে কাজ করা হবে। বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হবার আগে থেকেই সংগঠনের কাজে নিয়োজিত ছিলেন। আবারও তাঁকে সংগঠনের দায়িত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব পেয়ে ত্রিপুরাবাসীর ন্যায় এর জন্য কাজ করেছি। রাজ্যের সার্বিক কল্যাণের লক্ষ্য নিয়ে কাজ করেছি। দল দায়িত্ব দিচ্ছে সংগঠনের কাজে নিজেকে নিয়োজিত করার, তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিন বলে জানান। সংগঠনের দায়িত্ববান কার্যকর্তা হিসেবে দলের পাশে থাকাই প্রধান কর্তব্য। কারণ, সংগঠন থাকলে সরকারও থাকবে।

এদিকে নতুন মুখ্যমন্ত্রী ডিসবে ডাঃ মানিক সাহা আগামীকাল বেলা সাড়ে এগারোটায় শপথ বাক্য পাঠ করবেন ।

 


NORTH EAST    ASSAM    GUWAHATI   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI