ভারতবর্ষের মধ্যে সর্বক্ষেত্রে ত্রিপুরাকে এক নম্বর রাজ্যে পরিণত করতে হবে: বিপ্লব দেব

AGARTALA:

ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি থেকে বেশি কাজ করেছে সরকার। ভারতবর্ষের মধ্যে সর্বক্ষেত্রে ত্রিপুরাকে এক নম্বর রাজ্যে পরিণত করতে হবে। এজন্য নতুন উদ্দীপনা, উৎসাহ ও দৃঢ় মানসিকতা নিয়ে রাজ্যে দ্বিতীয়বার সরকার গঠনের লক্ষ্যে কাজ করতে হবে। বৃহস্পতিবার দেবীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে এক মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব।

মতবিনিময় অনুষ্ঠানে বিশালগড় ব্লকের প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ ও প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের সুবিধাভোগীদের মুখোমুখি হয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্বেও এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ৯ মার্চ, ২০১৮ সালে এই সরকারের পথচলা শুরু। জনতার এই সরকার প্রথম থেকেই রাজ্যের প্রতিটি মানুষের সার্বিক উন্নয়নে কাজ করে চলেছে। তিনি বলেন, বিগত সরকার নিজেদের সমাজের দুর্বল অংশের মানুষের সরকার বলে জাহির করলেও তাদের উন্নয়নে প্রকৃত পক্ষে কোনও কাজই করেনি। বর্তমান সরকারের আমলেই এই সকল শ্রেণীর লোকেরা কোনও ধরনের আন্দোলন ছাড়াই সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করছে।

তিনি তথ্য দিয়ে জানান, বর্তমান সরকারের আমলে রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করা, ঘরে ঘরে বিনামূল্যে পরিশ্রুত পানীয়জল, যোগ্যদের শৌচাগার ও প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়া হচ্ছে। রাজ্যের বিশাল সংখ্যক চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পের সূচনা করা হয়েছে। নতুন এই প্রকল্পের জন্য ব্যয় হবে ১০ কোটি টাকা। এরফলে তারা যেমন নিজস্ব জমির মালিকানা পারেন তেমনি ঘর, পানীয়জল, বিপিএল কার্ড, স্বাস্থ্যবীমা, উচ্চশিক্ষার সুযোগ, সামাজিক ভাতার মতো সরকারি সুযোগ সুবিধাগুলি পাবেন। যা থেকে তারা এতোদিন বঞ্চিত ছিলেন।

তিনি আরও বলেন, আসন্ন দুর্গাপূজার আগেই সামাজিক ভাতা ২ হাজার টাকা করে দেওয়ার জন্য জোর কদমে কাজ চলছে। কেরালার এক কোম্পানির একতরফা ব্যবসার অবসান ঘটিয়ে রাজ্যে রাবারের বাজার উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এরফলে রাবারের চাহিদা এবং দাম অনেকটাই বেড়েছে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, করোনার টিকা বিনামূল্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে নতুন জীবন দিয়েছেন। এদিনের অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব চা শ্রমিক বসন্ত মুণ্ডা ও সরস্বতী মুক্তার হাতে জমির পাট্টা তুলে দেন। এছাড়াও অনুষ্ঠানের শুরুতে কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের রাজারটিলা পাড়ার বাসিন্দা সঞ্জয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্পে নবনির্মিত ঘরের দ্বারোদঘাটন করা সহ এক নং কমলাসাগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সাধ অনুষ্ঠানে অংশ নেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান সন্তোষ সাহা, বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছন্দা দেববর্মা এবং সিপাহীজলা জেলার জেলাশাসক ও সমাহর্তা বিশ্বশ্রী বি, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা নমজিৎ চাকমা।

 


INDIA    Telangana    Warangal   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    Telangana    Warangal   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
INDIA    NEW DELHI    NEW DELHI