ভারত কো জানো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদয়পুরে

AGARTALA:

ভারত কো জানো কর্মসূচির অঙ্গ হিসেবে সংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গোমতী জেলায়। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রনালয়ের অধীন উত্তর পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সোমবার উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

অরুনাচল প্রদেশ, আসাম, ঝাড়খন্ড, ওড়িষ্যা, মনিপুরের শিল্পীরা তাদের নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এছাড়া স্থানীয় শিল্পীরা অনুষ্ঠানের মধ্যদিয়ে তাদের সংস্কৃতি তুলে ধরেন।  

অনুষ্ঠানের উপস্থিত গোমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন আধিকারী বলেন ভারতবর্ষ মুনি ঋষির দেশ, সংস্কৃতির দেশ। নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের একটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা সংস্কৃতির বিকাশে এই প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। প্রত্যেক সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি চর্চার মধ্য দিয়েই দেশের ঐক্য ও সংহতি সুদৃঢ় হয়।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বিধায়ক বিপ্লব কুমার ঘোষ বলেন ভারতে বৈচিত্রের মধ্যে ঐক্য বিরাজমান। সাংস্কৃতিক আদান প্রদান দেশের ঐক্য ও সংস্কৃতিকে সুদৃঢ় করে।

অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক ও অরুন কুমার রায়, গোমতী জিলা পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শুক্লা মজুমদার, এন ই জেড সি সি’র সদস্য সুব্রত চক্রবর্তী প্রমুখ।

 


INDIA    GUJARAT    Ahmedabad   
INDIA    KARNATAKA    Sirsi   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    UTTAR PRADESH    Mainpuri   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
INDIA    WEST BENGAL    KOLKATA   
INDIA    KARNATAKA    Belagavi   
NORTH EAST    MANIPUR    IMPHAL