বুধবার করোনা আক্রান্ত ৭৮৩ জনের মধ্যে ৪৮৭ জন পশ্চিম জেলায়

AGARTALA:

গত ২৪ ঘন্টায় অর্থাৎ বুধবারের রিপোর্ট অনুযায়ী করোনা সংক্রামিত রোগী ৭৮৩ জন। শতাংশের হারে  ৯  দশমিক ১৮।  জনসংখ্যার অনুপাতে ছোট এই রাজ্যের জন্য উদ্বেগজনক। রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ২০৪১ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৭৪ জন।

আক্রান্তের অনুপাতে সুস্থতার সংখ্যা প্রায় নগন্য বললেই চলে। আক্রান্ত রোগীদের মধ্যে বেশিরভাগই বাড়িতে চিকিৎসাধীন থাকায় হাসপাতাল গুলিতে বেশি সমস্যা হচ্ছেনা। বেশি প্রয়োজনে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। রাজ্য সরকার থেকে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আরটিপিসিআর টেস্ট হয়েছে ৮১৬ জন। যার মধ্যে পজিটিভ এসেছে ৪৬ জন। রেপিড অ্যান্টিজেন টেস্ট হয়েছে ৭৭১৫ জন। এর মধ্যে পজিটিভ ৭৩৭ জন। মোট ৮৫৩১ জনের নমুনা পরীক্ষায়  ৭৮৩ জনের করোনা পজেটিভ আসে।

এদের মধ্যে পশ্চিম জেলায় ৪৮৭ জন, উত্তর জেলায় ৪৮ জন, সিপাহীজলা জেলায় ৩৮ জন, দক্ষিণ জেলায় ৪২ জন, ধলাই জেলায় ৪৪ জন, ঊনকোটি জেলায় ৪৪ জন, খোয়াই জেলায় ৫২ জন এবং গোমতি জেলায় ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

প্রতিদিনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিগত বছরে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের গাইড লাইন অনুযায়ী ৫ শতাংশের উপরে গেলেই কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হত। আক্রান্তের সংখ্যা বাড়লেও বর্তমান সময়ে রাজ্জ্যের স্বাস্থ্য দপ্তর প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত রয়েছে।

 


NORTH EAST    ASSAM    GUWAHATI   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI