নিৰ্দিষ্ট সীমায় আগামীকাল থেকে যানবাহনে পেট্রোল ডিজেল নিতে সরকারের নির্দেশ

AGARTALA:

আগামীকাল থেকে যানবাহনে পেট্রোল ডিজেল নিতে হলে মানতে হবে সরকারের নির্দেশিকা। দুই চাকার যান সর্বাধিক ২০০ টাকার পেট্রোল নিতে পারবে, তিন চাকার যানবাহন সর্বাধিক ৩০০ টাকার পেট্রোল বা ডিজেল নিতে পারবে এবং চার চাকার যানবাহন সর্বাধিক ১০০০ টাকা পেট্রোল বা ডিজেল নিতে পারবে।

টানা কয়েকদিন হাফলঙে জাতীয় সড়কে ধস পড়ার কারণে এবং রেল পথ বিচ্ছিন্ন হবার কারণে রাজ্যে জ্বালানি সংকট দেখা দিয়েছে। আসাম আগরতলা জাতীয় সড়কে প্রচুর যানবাহন আটকে থাকায় জরুরী সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের। ১৭ই মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়।

এ খবর প্রকাশ হতেই মঙ্গলবার সন্ধ্যা থেকে প্রায় প্রতিটি পেট্রোল পাম্পে যানবাহনের ভিড় জমতে শুরু করে।

এছাড়াও আসামের বন্যায় এখন পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে এবং প্রায় দুই লক্ষের উপর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ২৪ টি জেলার ৮১১ টি গ্রামের ৬,৫৪০ টি ঘর খানিকটা এবং সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

৭২ টি রিলিফ ক্যাম্পে ৩৩,৩০০ লোক আশ্রয় নিয়েছেন। সরকারের পক্ষ থেকে ২৭ টি রিলিফ ডিস্ট্রিবিউশন সেন্টার স্থাপন করা হয়েছে বলে অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এএসডিএমএ) জানায়।

 


INDIA    Telangana    Warangal   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    Telangana    Warangal   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
INDIA    NEW DELHI    NEW DELHI