নিগম এলাকায় সরকারি কর্মীর উপস্থিতি ৫০ শতাংশ, নাইট কার্ফু রাত ৮ টা থেকে, জারি আরও বিধিনিষেধ

AGARTALA:

রাজ্যে করোনা পরিস্থিতি বিবেচনা করে আগামী ২০ জানুয়ারি থেকে নৈশকালীন কার্ফু রাত ৯ টার পরিবর্তে রাত ৮ টা থেকে কার্যকর হবে। এ বিষয়ে আগামীকাল রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন নীতি নির্দেশিকা নিয়ে সার্কুলার জারি করা হবে। আজ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে রাজ্য সরকারের গৃহীত এই সিদ্ধান্তের কথা জানান তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী।

তিনি জানান, ধর্মীয় অনুষ্ঠান কর্মসূচি যেমন হরিনাম কীর্তন যেসব স্থানে চলছে সবগুলি আগামী ২৩ জানুয়ারি ২০২২ এরমধ্যে সম্পন্ন করতে হবে।
মাল্টিপ্লেক্স, শপিংমল, সিনেমা হল, পার্ক, পিকনিক স্পট ইত্যাদি সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে। এছাড়া প্রদর্শনী মেলাও সব বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগরতলা নিগম এলাকার সরকারি অফিসগুলিতে কর্মীর উপস্থিতি ৫০ শতাংশ করার সিদ্ধান্তও নেওয়া হয়। এক্ষেত্রে যুগ্ম সচিব বা তার উর্দ্ধ পদমর্যাদা সম্পন্নদের উপস্থিতি বাধ্যতামূলক থাকবে বলে জানান তথ্য ও সংস্কৃতি মন্ত্রী।

সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান, আগরতলা পুর নিগম এলাকায় গতকাল পর্যন্ত কোভিড সংক্রমণের হার ২৩.১৫ শতাংশ। মোট সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬,৪৯১। এরমধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৬,১৫৯ জন। বাকিগুলি কোভিড চিকিৎসা কেন্দ্রে রয়েছে। ১০ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি ২০২২ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৪ জন।

তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জেলাভিত্তিক তুলনামূলক কোভিড সংক্রমণের পরিসংখ্যানের হার জানাতে গিয়ে বলেন, পশ্চিম ত্রিপুরা জেলায় ১৪-২১ শতাংশ, সিপাহীজলা জেলায় ১৯.৫৫ শতাংশ, খোয়াই জেলায় ১৩.০৪ শতাংশ, গোমতী জেলায় ১০.৭৭ শতাংশ, দক্ষিণ ত্রিপুরা জেলায় ৮.৩৬ শতাংশ, ধলাই জেলায় ৮.০১ শতাংশ, ঊনকোটি জেলায় ১৩.৮১ শতাংশ এবং উত্তর ত্রিপুরা জেলায় কোভিড সংক্রমণের হার ৪.১৪ শতাংশ। সবমিলিয়ে বর্তমানে রাজ্যে কোভিড সংক্রমণের হার ১০.৭২ শতাংশ যা এক সপ্তাহ আগে ছিল ২.৩৮ শতাংশ।

তিনি আরও বলেন রাজ্যের ১৫ থেকে ১৮ বছর বয়সীদের কোভিড টিকাকরণের লক্ষ্যে আগামী ১৯ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত তিনদিনব্যাপী রাজ্যের প্রত্যেকটি জেলা মিলিয়ে মোট ৭৩৪ টি বিদ্যালয়ে বিশেষ কোভিড টিকাকরণ অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসুচিতে জেলার সংশ্লিষ্ট মন্ত্রীগণ প্রত্যক্ষভাবে উপস্থিত থেকে এই কর্মসূচির সফল বাস্তবায়নে এবং নাগরিকদের টিকাকরণে উৎসাহ প্রদান করবেন।

 


NORTH EAST    ASSAM    GUWAHATI   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI