নয়াদিল্লীতে রাষ্ট্রপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা

AGARTALA:

বুধবার সকালে নয়াদিল্লীতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে এক সৌজন্যমূলক সাক্ষাতকারে মিলিত হন মুখ্যমন্ত্রী। রাজ্যের সার্বিক উন্নয়নের বিষয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং সহযোগিতার অনুরোধ জানান। মুখ্যমন্ত্রী ডাঃ সাহা ‘স্বদেশ দর্শন' প্রকল্পে অনুমোদিত উদয়পুরের মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির চত্ত্বরের সৌন্দর্যায়ন এবং পরিকাঠামোগত নির্মাণ কাজের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দায়িত্ব নেবার পর রাষ্ট্রপতির সাথে মুখ্যমন্ত্রীর এটাই প্রথম সাক্ষাৎকার।

পরবর্তী সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র সাথে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন মুখ্যমন্ত্রী। রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়। আগরতলা-আখাউড়া রেলপথের নিশ্চিন্তপুরে একটি ইন্টিগ্রেটেড চেক পোষ্ট স্থাপন করতে এবং ভারত-বাংলাদেশ সীমান্তে কাটা তারের বেড়া নির্মাণের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করার জন্য বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করতে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন। রাজ্যে একটি সৈনিক স্কুল স্থাপনের ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি অনুরোধ জানান। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎকারকালে রিয়াং (ব্লু) শরণার্থীদের পুনর্বাসনের বিষয়টি অতিদ্রুত গুরুত্ব দিয়ে সমাধানের জন্য আলোচনা হয়।

এছাড়াও এদিন তিনি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং'র সাথে আলোচনায় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীকে জানান, বিআরও রাজ্যে থেকে চলে যাওয়ায় আগরতলার কাছে লিচুবাগানে ২৮.৯ একর ও উত্তর ত্রিপুরার পানিসাগরে ২৬৩২ একর জমি খালি পড়ে আছে। এই দুটো জমি রাজ্য সরকারের কাছে হস্তান্তর করার জন্য মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর কাছে অনুরোধ জানান।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমনের সাথে এক সৌজন্য সাক্ষাতকারে উভয়ের মধ্যে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছে পরিকাঠামো উন্নয়ন প্রকল্প খাতে ১২০০ কোটির নতুন তহবিল, বিশ্বব্যাংক সংযোজিত জনজাতি অধ্যুষিত রকগুলিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিষেবা বিষয়ক প্রকল্পে সহায়তা প্রদানের বিষয়ে আন্তরিক বিবেচনার জন্য অনুরোধ জানান। তাছাড়াও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর ‘এলিমেন্ট’- এনহেনসিং ল্যান্ডস্কেপ এন্ড ইকোসিস্টেম ম্যানেজমেন্ট প্রজেন্ট ইন ত্রিপুরা প্রকল্পে ল্যান্ডস্কেপ ও ইকোসিস্টেম ব্যবস্থাপনা উন্নীতকরণের বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কৌশলগত নীতি অনুসারে আঞ্চলিক সহায়তার চিহ্নিত ক্ষেত্রের প্রকল্প সমূহের দ্রুত রূপায়ণের জন্যও সহায়তা চেয়েছেন।

 


INDIA    Telangana    Warangal   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    Telangana    Warangal   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
INDIA    NEW DELHI    NEW DELHI