জিবি হাসপাতাল পরিদর্শন ও চিকিৎসকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

AGARTALA:

জিবি হাসপাতালের ন্যূনতম পরিষেবা আরও বৃদ্ধি করতে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা হাসপাতালের চিকিৎসক ও প্রশাসনিক আধিকারিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, হাসপাতালের পরিকাঠামো ভালো রয়েছে। হাসপাতালের পরিষেবা উন্নত করতে চিকিৎসকদেরও দায়িত্ব নিতে হবে। শুক্রবার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জিবি হাসপাতাল পরিদর্শনকালে এক পর্যালোচনা বৈঠকে এই অভিমত ব্যক্ত করেন।

মুখ্যমন্ত্রী বলেন, হাসপাতালে ন্যূনতম পরিষেবাকে যথোপযুক্ত করতে হবে। হাসপাতালের ভর্তি হওয়া রোগীদের যাতে মেঝেতে না শুতে হয় সে বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন। হাসপাতালের পরিচ্ছন্নতা, সাফাই কাজ নিয়মিত করা, রোগীদের ফলোয়াপ নেওয়া প্রভৃতি বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

তিনি বলেন, এই হাসপাতালের জন্য প্রচুর টাকা ব্যয় করা হচ্ছে। পরিকাঠামো থাকা সত্ত্বেও একে রক্ষনাবেক্ষন করা প্রয়োজন। আগের তুলনায় এখন অনেক কম সংখ্যক রোগীকেই বহিরাজ্যে যেতে হচ্ছে। জিবি হাসপাতালের উপর প্রচুর চাপ রয়েছে। কিন্তু সত্বেও আরো কি সুবিধা দেওয়া যায় সেই বিষয়ে তিনি হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।

মুখ্যমন্ত্রী হাসপাতালের পরিবেশ সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন যাতে রোগীরা এই হাসপাতালকে নিজেদের ভাবতে শেখেন। দায়িত্ব নেবার পর আজই প্রথম মুখ্যমন্ত্রী ডাঃ সাহা আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ এবং জিবি পন্থ হাসপাতাল পরিদর্শন করেন এবং কনফারেন্স হলে এক সংক্ষিপ্ত পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকে স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা সহ স্বাস্থ্য দপ্তরের পদস্থ আধিকারিকগণ এবং জিবি হাসপাতালের সুপার ও বিভিন্ন বিভাগের দায়িত্ব প্রাপ্ত চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও পূর্ত এবং অন্যান্য দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকগণ জিবি হাসাপাতালের বর্তমান পরিকাঠামো, বিভিন্ন সুযোগ সুবিধা এবং নানাবিধ সমস্যাবলি তুলে ধরেন।

 


INDIA    Telangana    Warangal   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    Telangana    Warangal   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
INDIA    NEW DELHI    NEW DELHI