কোভিড-১৯ টিকাকরণ অভিযান পরিদর্শনে মুখ্যমন্ত্রী, উপ মুখ্যমন্ত্রী ও তথ্য সংস্কৃতি মন্ত্রী সহ আট জেলায় আট জন প্রতিনিধি

AGARTALA:

শুরু হয়েছে তিনদিন ব্যাপী কোভিড-১৯ টিকাকরণ অভিযান। এরই অঙ্গ হিসেবে প্রতিটি জেলায় টিকাকরণ কেন্দ্র পরিদর্শনে যান প্রতিনিধিরা। গোমতী জেলায় পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

কেন্দ্রগুলি পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী বলেন, তিনি বলেন বিশেষ টিকাকরণ কর্মসূচির মাধ্যমে ১৫-১৮ বছরের ছেলেমেয়েদের দ্রুততার সঙ্গে টিকাকরণের আওতায় নিয়ে আসা হবে। এগুলি বিভিন্ন বিদ্যালয়ে আয়োজিত টিকাকরণ কর্মসূচির পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও যে টিকাকরণ হচ্ছে তাতে নির্ধারিত বয়সের ছেলেমেয়েদের টিকাকরণ করানোর লক্ষ্যে অভিভাবকদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী। কোভিড টিকাকরণ কেন্দ্র পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন।

দক্ষিণ ত্রিপুরা জেলায় পরিদর্শনে যান তথ্য ও সংস্কৃতি দপ্তর এর মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিলোনীয়া সফরে এসে বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ছাড়াও বিলোনীয়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় ও আর্য কলোনী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে কোভিড-১৯ টিকাকরণ অভিযান কর্মসূচি পরিদর্শন করেন ও টিকা গ্রহণে ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন। পরিদর্শনের সময় তথ্য ও সংস্কৃতিমন্ত্রী বলেন, রাজ্যে ১৫ ১৮ বছরের ছাত্রছাত্রীদের কোভিড টিকাকরণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ২ লক্ষ ১৩ হাজার ছাত্রছাত্রীকে এই অভিযানে কোভিড টিকা দেওয়া হবে। ইতিমধ্যেই ৪২ শতাংশ টিকাকরণ সম্পন্ন হয়েছে। 

কোভিড নিয়ে অযথা আতঙ্কের কিছু নেই। বিশালগড় মহকুমার বিভিন্ন কোভিড টিকাকরণ কেন্দ্র পরিদর্শন করে ছাত্রছাত্রীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন স্বাস্থ্যবিধিগুলি যথাযথভাবে মেনে চললে এবং সময় মতো টিকা নেওয়া হলে কোভিডের মতো অতিমারীকে মোকাবিলা করা যায়। তিনি ছাত্রছাত্রীদের সবাইকে কোভিডের টিকা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, শুধু নিজে টিকা নিলেই হবে না, অন্যরা যারা আছে তাদেরও টিকা নেওয়ার জন্য উৎসাহিত করতে হবে। ছাত্রছাত্রীদের বুঝতে হবে টিকা নেওয়ার মানে নিজেকে সুস্থ ও সুরক্ষিত রাখা, পরিবারকে সুস্থ রাখা।

তিনি বলেন, ছাত্রছাত্রীদের পড়াশুনার মানোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তারা যাতে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এজন্য ইতিমধ্যেই নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বর্তমানে রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়ে যাচ্ছে। তাই ছাত্রছাত্রীদের সাবধান থাকতে হবে। রাজ্য সরকার ১৫-১৮ বছরের ছাত্রছাত্রীদের টিকাকরণের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। এতে সামিল হয়ে সবাইকে দ্রুত টিকা নিয়ে নিতে হবে। তবেই নিজে শুধু সুরক্ষিত থাকবে না অন্যকেও সুরক্ষিত রাখা যাবে। রাজ্যের বাকি জেলাগুলিতেও টিকাকরণ কেন্দ্রগুলি পরিদর্শন করছেন প্রতিটি জেলার দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব।

 


NORTH EAST    ASSAM    GUWAHATI   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI