করোনার নৈশকার্ফুর সময়সীমা রাত ১১ টা থেকে সকাল ৫ টা, বাধ্যতামূলক মাস্ক ব্যবহার

AGARTALA:

রাজ্যে বাড়লো নৈশকার্ফুর সময়সীমা। আগামী দশদিনের জন্য অর্থাৎ ১১ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত নৈশকার্ফু জারি থাকবে রাত ১০ টার পরিবর্তে ১১ টা থেকে পরদিন ভোর ৫ টা পর্যন্ত।

নতুন আদেশে বেশ কিছু ক্ষেত্রে ছাড়ও দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। সভা-সমাবেশের ক্ষেত্রে ৫০ শতাংশ মানুষ নিয়ে জমায়েত করা যাবে। সিনেমা হল, মাল্টিপ্লেক্স, সুইমিং পুল, জিমনাস্টিক, স্পোর্টস কমপ্লেক্স, স্টেডিয়াম ইত্যাদি ক্ষেত্রে ৫০ শতাংশ লোক নিয়ে খোলা রাখা যাবে। বিউটি পার্লার, শপিং মল, বাণিজ্যিক প্রতিষ্ঠান সকাল ৬ টা থেকে রাত দশটা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে কোভিড বিধি মানতে হবে।

আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেয়। বিবাহ অনুষ্ঠান থেকে রাতে বাড়ি ফেরার পথে নিমন্ত্রণ পত্র সঙ্গে রাখতে হবে। অফিস আদালতে ১০০ শতাংশ কর্মচারী উপস্থিত থাকতে হবে। কোভিড বিধি মেনে ধর্মীয় স্থান গুলি খোলা রাখা যাবে এছাড়াও জনবহুল এলাকা এবং যানবাহনে মাক্স ব্যবহার বাধ্যতামূলক বলে নির্দেশিকায় বলা হয়েছে।

 


NORTH EAST    ASSAM    GUWAHATI   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI