করোনা মোকাবিলায় সংঘবদ্ধভাবে কাজ করার আহ্বান মন্ত্রী সুশান্ত চৌধুরীর

AGARTALA:

সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করার মত সরকারি বিধিনিষেধ মেনে চলতে হবে। করোনাকে  বিগত দিনে যেভাবে সংঘবদ্ধভাবে মোকাবিলা করা হয়েছে ঠিক একই রকম ভাবে প্রত্যেককে করোনা মোকাবিলায় এগিয়ে আসতে হবে। প্রথমসারির যোদ্ধা, স্বাস্থ্যকর্মী ও আরক্ষা প্রশাসনের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে বলে সোমবার জিরানীয়া অগ্নিবীনা হলে আয়োজিত বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা সভায় একথা বলেন তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী।

বিশেষ করে বাজারগুলিতে সাবধানতা অবলম্বন করার উপর গুরুত্ব আরোপ করেন। বাজারগুলোকে সময় সময় স্যানিটাইজ করতে হবে। এ ব্যাপারে নগর পঞ্চায়েত ও পুর পরিষদকে দায়িত্ব নিতে বলেন। তাছাড়া বাজারগুলিতে কোভিড টেস্ট করানোর উপর তিনি জোড় দেন।

জিরানীয়া মহকুমায় ইন্টার স্টেট ট্রাক টার্মিনাস রয়েছে। এখানে প্রতিদিন বাইরে থেকে মালবাহী ট্রাক আসে। তাই এখানে বিশেষ নজরদারি রাখার জন্য মহকুমা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে তিনি নির্দেশ দেন। এই ইন্টার স্টেট ট্রাক টার্মিনাসে যারা আসছে প্রত্যেককে কোভিড টেস্ট করানোর উপর গুরুত্ব দিতে বলেন।

এদিন ১৫ থেকে ১৮ বছর বয়সী যুবক ও যুবতীদের কোভিড টিকাকরণের ব্যাপারেও খোঁজ খবর নেন তিনি।

 


NORTH EAST    ASSAM    GUWAHATI   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI