উদ্বেগজনক করোনা সংক্রমণ, আক্রান্ত ৫৭৯ জন

AGARTALA:

গত ২৪ ঘন্টায় সংক্রমণের হার পাল ৭ দশমিক ০৯ শতাংশ। মোট ৫৭৯ জন করোনা আক্রান্তের মধ্যে ৩৯৩ জন রয়েছে পশ্চিম জেলাতে। রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১৩৩২ জন।

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আরটিপিসিআর টেস্ট হয়েছে ১০৯৫ জন। যার মধ্যে পজিটিভ এসেছে ৪২ জন। রেপিড অ্যান্টিজেন টেস্ট হয়েছে ৭০৭১ জন। এর মধ্যে পজিটিভ ৫৩৭ জন। মোট ৮১৬৬ জনের নমুনা পরীক্ষায় ৫৭৯ জনের করোনা পজেটিভ আসে।

পশ্চিম জেলায় ৩৯৩ জন, উত্তর জেলায় ১৯ জন, সিপাহীজলা জেলায় ৩০ জন, দক্ষিণ জেলায় ৪৪ জন, ধলাই জেলায় ২১ জন, ঊনকোটি জেলায় ২৮ জন, খোয়াই জেলায় ১৩ জন এবং গোমতি জেলায় ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

রাজ্যে হঠাৎ করে সংক্রমনের মাত্রা বৃদ্ধি পেতেই চিন্তার বিষয় হয়ে উঠছে সকল ক্ষেত্রেই। সরকারি অফিস থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিষ্ঠান আক্রান্ত হচ্ছে সর্বত্র। রাজ্য সরকারের পক্ষ থেকে নাইট কারফিউ সহ কিছু কিছু ক্ষেত্রে বিধি নিষেধ করা হলেও সংক্রমনের মাত্রা কমাতে গেলে এটা যথেষ্ট নয় বলে মনে করছেন অনেকে।

এদিকে করোনা সংক্রমনের মাত্রা বৃদ্ধি পেতে ত্রিপুরা হাইকোর্ট এ পুনরায় ভার্চুয়াল মাধ্যমে মামলার শুনানি হবে বলে জানিয়ে দেওয়া হয়।

 


NORTH EAST    ASSAM    GUWAHATI   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI