ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডিজ ইন এডুকেশন এর উদ্দ্যেগে প্রজ্ঞা ভবনে দুই দিনের সেমিনার অনুষ্ঠিত

AGARTALA:

ভারতীয় স্বাধীনতা আন্দোলন এবং উত্তর পূর্ব ভারত সম্পর্কে দুই দিনের জাতীয় সেমিনার আয়োজন করে ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডিজ ইন এডুকেশন। নয়াদিল্লি এবং ভারতীয় ইতিহাস সংকলন সমিতি, ত্রিপুরা প্রান্ত একাডেমিক সহযোগিতায় গত ১২ এবং ১৩ মে রাজধানীর প্রজ্ঞাভবনে দুই দিনব্যাপী সেমিনারে উপস্থিত ছিলেন আহবায়ক তথা  সহকারী অধ্যাপক ড. চন্দনা ভৌমিক এবং সেমিনারের যুগ্ম আহ্বায়ক তথা সহকারী অধ্যাপক শ্রীমতি নন্দিতা মজুমদার।

উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গঙ্গা প্রসাদ প্রসাইন। অনুষ্ঠানের সভাপতি ছিলেন কুঞ্জবন আইএএসই'র অধ্যক্ষ ড. রত্না রায়। বক্তব্য রাখেন নয়াদিল্লির অখিল ভারতীয় ইতিহাস সংকলন যোজনার সাংগঠনিক সম্পাদক ডঃ বালমুকুন্দ পান্ডে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় শিক্ষা অধিকর্তা তথা আইএএস শ্রীমতি মো. চাঁদনী চন্দ্রন সহ  বিশিষ্ট শিক্ষাবিদ, রিসার্চ সচালার, ছাত্র এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সেমিনারের প্রথম দিন আগরতলার ১৮টি স্কুল থেকে ২ জন করে স্কুল শিক্ষক উপস্থিত ছিলেন। সেমিনারে ভারতের বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীর নাম উঠে আসে এবং তৎসময়ের মানুষের জীবন জীবিকায় শিক্ষা, সাংস্কৃতিক, ভাষা, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিষয়গুলি আলোচনায় উঠে আসে।

 


NORTH EAST    ASSAM    GUWAHATI   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI