আগামীকাল থেকে সারা রাজ্যে শুরু হচ্ছে নাইট কারফিউ, থাকবে আরও বিধিনিষেধ

AGARTALA:

১০ জানুয়ারি অর্থাৎ আগামীকাল থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে নাইট কারফিউ। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত রাত ৯ টা থেকে সকাল ৫ টা এই নাইট কারফিউ বলবৎ থাকবে। একই সঙ্গে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আরো কিছু ক্ষেত্রে বিধিনিষেধ জারি থাকবে বলে রবিবার রাজ্যের মুখ্যসচিব তথা ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির চেয়ারম্যান এক নির্দেশিকা জারি করে।

নির্দেশিকায় বলা হয়, যেকোন বন্ধ স্থানে সভা বা সমাবেশের অনুমতি দেওয়া হবে কেবলমাত্র তিন ভাগের এক ভাগ উপস্থিতিতেই। সামাজিক দূরত্বের নিয়ম অনুযায়ী ২ গজ দূরত্ব বজায় রেখে বসার ব্যবস্থা করতে হবে। বিধিনিষেধ বজায় রাখা হয়েছে তা নিশ্চিত করার জন্য এই ধরনের সভার ভিডিও রেকর্ডিং করা হবে। খোলা জায়গায় কোন জনসভা করা যাবেনা।

সিনেমা হল, স্পোর্টস কমপ্লেক্স এবং বিনোদন পার্ক, বার ইত্যাদি শুধুমাত্র অর্ধেক সংখ্যা ক্ষমতার মধ্যে রেখে খোলা যেতে পারে। জিম এবং সুইমিং পুল অনুমোদিত হতে পারে তিন ভাগের এক ভাগ উপস্থিতিতেই। দোকান এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান গুলি তথা মল, বিউটি পার্লার, নাপিতের দোকান শুধুমাত্র সকাল ৬ টা থেকে রাত ৮ টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকতে পারে। তবে ওষুধের দোকান সব সময় খোলা থাকবে। দোকান মালিকরা গ্রাহকদের মধ্যে সামাজিক দূরত্ব এবং মাস্ক পরতে বাধ্য করবেন। বাজার কমিটিগুলিকে সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে দায়িত্ব নেওয়া উচিত।

রেস্তোরাঁ বা ধাবাগুলি তাদের মোট ক্ষমতার মাত্র অর্ধেক দিয়ে শুধুমাত্র রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা রাখতে পারবে।

সরস মেলার মতো কোনো মেলা বা প্রদর্শনী করা যাবেনা। তীর্থমুখের মেলায় কম সংখ্যক লোক নিয়ে কঠোর বিধি মেনে করা যেতে পারে। আলোচনা সভায় গুরত্ব দিতে হবে হবে ভিডিও কনফারেন্স সিস্টেমকে। বিশেষ প্রয়োজন হলে শারীরিক উপস্থিতি করা যেতে পারে।

বিবাহ অনুষ্ঠানে ১০০ জন এর মধ্যে এবং শবদাহে ২০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এছাড়াও সরকারি অফিস এবং অন্যান্য ক্ষেত্রগুলিতে কোভিড বিধি সম্পূর্ণরূপে মেনে চলতে হবে বলে জানায়।

 


NORTH EAST    ASSAM    GUWAHATI   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI