আগামী ২৩ জুন রাজ্যের চারটি আসনের উপনির্বাচন ঘোষণা করলো নির্বাচন কমিশন

AGARTALA:

আগামী ২৩ জুন উপনির্বাচন। সারা দেশের দশটি আসনের মধ্যে রাজ্যের চারটি আসন রয়েছে। বুধবার নির্বাচন কমিশন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে উপনির্বাচন সংক্রান্ত যাবতীয় দিনক্ষণ এবং নিয়ম নির্দেশিকা ঘোষণা করা হয়।

এতে উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ মে বিজ্ঞপ্তি জারি, ৬ জুন মনোনয়ন জমা দেবার শেষ তারিখ, পরদিন ৭ জুন মনোনয়ন স্ক্রুটিনী, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুন, এবং ২৩ জুন ফল ঘোষণা ও গণনা হবে ২৬ জুন। ২৮ জুনের মধ্যে সমস্ত নির্বাচনী প্ৰক্রিয়া সম্পন্ন করা হবে। সুষ্ঠ ভাবে নির্বাচন সম্পন্ন করতে ইভিএম এবং ভিভিপ্যাড থাকবে বলে জানানো হয়।

ভোটকেন্দ্রে ভোটার তার পরিচয় পত্র সঙ্গে রাখতে হবে এবং সকলকে কোভিড বিধি মানতে হবে। নির্বাচন বিধি লঙ্ঘন কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেয় নির্বাচন কমিশন।

উল্লেখ্য রাজ্যের চারটি আসনে মধ্যে ৬ নং আগরতলা, ৮ নম্বর বরদৌয়ালি, ৪৬ সুরমা এবং ৫৭ যুবরাজ নগর কেন্দ্রের উপনির্বাচন হবে। বিজেপি দলের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন ৬ আগরতলা কেন্দ্রের বিধায়ক সুদীপ রায় বর্মন এবং বরদৌয়ালি কেন্দ্রের বিধায়ক আশীষ সাহা। সুরমা কেন্দ্রের বিধায়ক আশিস দাসকে দল থেকে বহিষ্কার করা হয় এবং উত্তর ত্রিপুরা জেলার যুবরাজ নগর কেন্দ্রের বিধায়ক রমেন্দ্র চন্দ্র দেবনাথ প্রয়াত হওয়ায় বিধানসভা কেন্দ্র গুলি বিধায়ক শূন্য হয়। এ চারটি আসনের উপ নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা শুরু হয়।

আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে দিনক্ষণ ঘোষণা হতেই জল্পনার অবসান হয়।

 


INDIA    Telangana    Warangal   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    Telangana    Warangal   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
INDIA    NEW DELHI    NEW DELHI