আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে প্রাক প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পঠনপাঠন

AGARTALA:

রাজ্যে কোভিড পজিটিভ মানুষের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। মুখ্যসচিব তথা ত্রিপুরা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান এক আদেশমূলে কোভিড পরিস্থিতি মোকাবিলায় এবং নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে।

একই সঙ্গে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে শিক্ষা দপ্তর থেকেও সোমবার নির্দেশিকা জারি করে বলা হয় প্রাকপ্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাস আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে। চলমান পরীক্ষাগুলি কোভিডের সমস্ত প্রতিরোধমূলক ব্যবস্থা এবং উপযুক্ত আচরণবিধি বজায় রেখে যথারীতি চলবে।

যে সমস্ত শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা শুধুমাত্র তাদের পরীক্ষার দিনগুলিতে বিদ্যালয়ে উপস্থিত থাকবে এবং অন্যান্য ছাত্রছাত্রীরা উক্ত পরীক্ষার দিনগুলিতে স্কুলে উপস্থিত হবে না। যে সমস্ত স্কুলে পরীক্ষার সময়সূচি নেই সেখানে প্রতিটি শ্রেণীর মোট ছাত্রছাত্রীদের ৫০ শতাংশ স্কুলে উপস্থিত থাকবে (প্রাক প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণী ব্যতীত) যাতে প্রত্যেক শিক্ষার্থী দুই দিনে একবার স্কুলে উপস্থিত হতে পারে তা নিশ্চিত করা হবে।

বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনস্ত তপশিলী জাতি কল্যাণ দপ্তর, উপজাতি কল্যাণ দপ্তর, সংখ্যালঘু কল্যাণ দপ্তর এবং সমগ্র শিক্ষা দ্বারা পরিচালিত হোস্টেলগুলি বন্ধ থাকবে। শুধুমাত্র সকল হোস্টেলের আবাসিক পরীক্ষার্থীরা হোস্টেলে থাকতে পারবে।

শিক্ষার্থীদের পরীক্ষা এবং শারীরিক ক্লাস পরিচালনার ক্ষেত্রে কোভিড বিধি বজায় রাখতে হবে। বিদ্যালয় প্রধানরা শিক্ষার্থীদের শারীরিক দূরত্ব বজায় রাখতে এবং মাস্ক পরা নিশ্চিত করবে। বিদ্যালয় প্রধানগণ বিদ্যালয়ের প্রবেশের স্থানে হাত ধোয়া, স্যানিটাইজেশন এবং থারমাল স্ক্যানিংয়ের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখবে।

শিক্ষক ও অন্যান্য কর্মচারিদের বিদ্যালয়ে উপস্থিতি যথারীতি স্বাভাবিক নিয়মে চলবে। আদেশ সকল সরকারি, সরকার অনুদানপ্রাপ্ত বেসরকারি বিদ্যালয়, টিটিএএডিসির অধীনস্ত বিদ্যালয় সমূহ, বেসরকারি বিদ্যালয় ও মাদ্রাসাগুলির জন্য প্রযোজ্য হবে।

এই নির্দেশিকা আগামী ১৫ জানুয়ারি, ২০২২ পর্যন্ত বলবৎ থাকবে এবং ঐদিনই শিক্ষা দপ্তর সার্বিক পরিস্থিতির পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

 


NORTH EAST    ASSAM    GUWAHATI   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI