আগরতলা শহরে অটো গাড়িতে মিটার পরিষেবা চালু হলেও নেই ব্যবস্থা

AGARTALA:

অটো গাড়িতে মিটার পরিষেবা চালু নিয়ে প্রশ্নের মুখে রাজ্য পরিবহন দপ্তর। আগরতলা পৌর নিগম এলাকায় পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী  গত ১মে থেকে মিটার অটো চালু হবার কথা ছিল। ঘোষণা হলেও তার সঠিক বাস্তবায়ন নিয়ে কোনো ধরনের নেওয়া হয়নি বলে সমস্যায় পড়তে হচ্ছে অটো চালক এবং যাত্রীদের। এমনই অভিযোগ তুলে পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করে বিএমএস এর নেতা কর্মীরা।

নয় দফা দাবি নিয়ে পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। বিএমএস নেতা বাবুল ঘোষ বলেন, পরিবহণ শিল্পের উপর বড়সড় আঘাত ল আনা হয়েছে। পুলিশ যেভাব অটো চালকদের কাছ থেকে জরিমানা আদায় করছে তা নিয়ে ক্ষুব্ধ সংগঠনের নেতৃত্ব।

এ মিটার পরিষেবা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বামফ্রন্ট নেতা অমল চক্রবর্তী বলেন, কোনোধরনের পরিকাঠামো ছাড়া অটোতে মিটার চালু করেছে পরিবহন দপ্তর। রাজ্যে সাত হাজার অটো গাড়ি রয়েছে। মিটারের ব্যবহার সম্পর্কে যাত্রীদের মধ্যে সঠিক ধারণা নেই। তার ব্যবহার সম্পর্কে যাত্রীদের সচেতন করার পদক্ষেপ নেওয়া হয়নি। বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকাকালীন অটোতে মিটার পরিষেবা চালু নিয়ে আলোচনা হয়েছিল। তৎকালীন বিরোধীদল গুলিও আলোচনায় অংশ নিয়েছিল। ত্রিপুরার মতো জায়গায় অটোতে মিটার পরিষেবা চালু হলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে বলে চালু করা সম্ভব হয়নি। বর্তমান সরকার নির্দেশ দেয় অটোতে মিটার না লাগলে এবং পরিবহন দপ্তরের এই নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের পরিকাঠামো ছাড়া ১ মে থেকে চালুর সিদ্ধান্ত হয়। আজ ২ রা মে আগের মতই চলছে পরিষেবা। কিছু সংখ্যক গাড়িতে মিটার বসানো হলেও কতো ইউনিটে কত টাকা ভাড়া হবে তার কোনো চার্ট প্রদান করা হয়নি। যার ফলে যাত্রীরাও সমস্যায় পড়তে হয়েছে।

 


NORTH EAST    ASSAM    GUWAHATI   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI