আক্রান্ত সুদীপ রায় বর্মনের দেহ রক্ষী, গাড়ি চালক। নিন্দা জানালেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলনেতা

AGARTALA:

বিধায়ক সুদীপ রায় বর্মনের দেহরক্ষী ও গাড়ি চালকের উপর হামলার ঘটনায় কংগ্রেস দলের বিক্ষোভ। রবিবার সন্ধ্যায় পশ্চিম আগরতলা থানার সামনে কংগ্রেস দলের কর্মীরা বিক্ষোভ দেখিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানায়।

উল্লেখ্য, রবিবার রাজধানীর কৃষ্ণনগরস্থিত আইনজীবী সৌমিক দেবের বাড়িতে গিয়েছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। বাইরে হঠাৎ চিৎকার শুনে বেরিয়ে আসলে দেখেন উনার গাড়ি চালক এবং দেহ রক্ষী আক্রান্ত। সঙ্গে সঙ্গে পশ্চিম আগরতলা থানায় ফোন করেন। পুলিশ এবং সিআরপিএফ জওয়ানরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে বলে জানান সুদীপ রায় বর্মন।

অভিযোগ তোলেন শাসক দলের বাইক বাহীনির দিকে। দেহরক্ষীর বন্দুক ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠে।

পুলিশ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে বলে দাবি করলেও অভিযুক্তের নাম ঠিকানা কিছু বলেনি। তবে ঘটনার সঠিক তদন্ত হবে বলে প্রতিশ্রুতি দেয়।

ঘটনাটি নিয়ে নিন্দা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিরোধী দলনেতা মানিক সরকার, সিপিআইএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী, তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন সহ আরও অনেকে।

 


NORTH EAST    ASSAM    GUWAHATI   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI