২০২২ সালের মধ্যে কৃষকের আয় দ্বিগুণ করতে জিরানিয়া গড়ে উঠলো কৃষক বন্ধু কেন্দ্র

AGARTALA:

কৃষকদের উন্নতিতে গড়ে উঠছে কৃষক বন্ধু কেন্দ্র। বৃহস্পতিবার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় জিরানিয়ায় কৃষক বন্ধু কেন্দ্রের উদ্বোধন করেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায়।

উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও ছিলেন ও তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী কৃষি দফতরের অধিকর্তা শরদিন্দু দাস, মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্জী সহ অন্যান্য অতিথিবৃন্দ।

এই "কৃষক বন্ধু কেন্দ্র" উদ্বোধনের মাধ্যমে কৃষকগণ উপকৃত হবেন৷ কৃষি ও কৃষক পরিবারের উন্নতি হলে রাজ্যের ও দেশের উন্নতি হবে৷ শক্তিশালী ত্রিপুরা ও শ্রেষ্ঠ ত্রিপুরা হবে৷ দপ্তরের মন্ত্রী বলেন ২০২২ সালের মধ্যে কৃষকের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে এবং প্রধানমন্ত্রীর ঘোষণাকে বাস্তবায়িত করতে কাজ করছে রাজ্য সরকার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনায় রাজ্যের কয়েক লক্ষ কৃষক উপকৃত হয়েছেন।

কৃষকদের আর্থ-সামাজিক জীবনমান উন্নয়নে কেসিসি কার্ডধারী প্রায় দুই লক্ষ কৃৃষকেরা ৩০০ কোটি টাকারও বেশি ঋণ পেয়েছেন৷ কৃষকের আয় বাড়াতে রাজ্য সরকার প্রতি কেজি ধান ১৯ টাকা ৪০ পয়সা দরে ক্রয় করছে।

 


INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    WEST BENGAL    KOLKATA   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    WEST BENGAL    KOLKATA   
NORTH EAST    MANIPUR    IMPHAL   
INDIA    Jammu and Kashmir    Jammu   
WORLD    Yemen    Aden