জিরানীয়ায় সাতদিন ব্যাপী রক্তদান শিবিরের উদ্ভোধন করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

AGARTALA:

২১শে ফেব্রুয়ারী থেকে ২৭শে ফেব্রুয়ারী পর্যন্ত সাত দিন ব্যাপী রক্তদান শিবির শুরু হল জিরানীয়ায়। সোমবার দুপুরে জিরানীয়ার বীরেন্দ্র নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এন.এস.এস ইউনিটের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

বীরেন্দ্রনগর উচ্চ মাধ্যমিক  বিদ্যালয়ে যে সকল রক্তদাতারা স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এসেছেন তাদের সকলকে  ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, রক্তদান জীবন বাঁচায়। সকল স্বেচ্ছাসেবী সংস্থা, সরকারী, বে-সরকারী সংগঠন এবং সাধারণ মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। জরুরী ভিত্তিতে আমাদের প্রয়োজনে ব্লাড ব্যাংক গুলোতে রক্তের মজুতের পরিমান সঠিক মাত্রায় বজায় থাকে। এর জন্য অনেক বেশি স্বেচ্ছায় রক্তদান শিবির সংগঠিত করার জন্য এগিয়ে আসতে হবে বলে মন্ত্রী সকলের কাছে আহ্বান রাখেন। রক্তদানের মাধ্যমে মানবিক কার্যকলাপে অনুপ্রেরণা, উৎসাহ এবং উদ্যোগী হওয়া আমাদের মূল লক্ষ্য হতে হবে ।

বিদ্যালয়ের এন.এস.এস ইউনিটের উদ্যোগে এই মহতী রক্তদান শিবিরে যাঁরা স্বেচ্ছায় রক্তদান করেছেন এবং সাত দিন ব্যাপী এই বিশেষ রক্তদান শিবিরে রক্তদান করার জন্য যাঁরা নাম নথিভুক্ত করেছেন তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। রক্তদানের মতো মহৎ কর্মসূচির মধ্যে দিয়ে সকল স্তরের স্কুল-কলেজ পড়ুয়া থেকে শুরু করে সকল সরকারী, বেসরকারী কর্মচারীরা নিজেদের সামাজিক দ্বায়িত্ব পালনে আরও সক্রিয় ভূমিকা পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এই মহতী রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিরানীয়া মহকুমার মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্য্য,জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রতন দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর সাহা সহ অন্যান্যরা।

 


INDIA    WEST BENGAL    KOLKATA   
INDIA    KARNATAKA    Belagavi   
NORTH EAST    MANIPUR    IMPHAL   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    WEST BENGAL    KOLKATA   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI