কেন্দ্রীয় সরকারের সঠিক পরিকল্পনায় করোনা অতিমারীর সময়েও কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে: কৃষিমন্ত্রী

AGARTALA:

২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের সঠিক পরিকল্পনায় করোনা অতিমারীর সময়েও কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বেড়েছে কৃষকদের আয়। আজ বিশালগড় মহকুমার মধুপুরে নবনির্মিত কৃষি জ্ঞানার্জন কেন্দ্রের উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছন্দা দেববর্মা, জিলা পরিষদের কৃষি স্থায়ী কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা প্রমুখ। এই কৃষি জ্ঞানার্জন কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে ৫৩ লক্ষ টাকা।

অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, কৃষকদের বিভিন্নভাবে সাহায্য করাই রাজ্য সরকারের লক্ষ্য। রাজ্যের ১৮টি ব্লকে কৃষি মহকুমা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। অতীতে রাজ্যে কৃষকদের মাসিক আয় ছিলো প্রায় ৬ হাজার ৫০০ টাকা। ২০২১ সালে কৃষকদের মাসিক আয় বেড়ে হয়েছে প্রায় ১১ হাজার ১০০ টাকা।

তিনি বলেন, রাজ্যে ইতিমধ্যেই ২৮টি কৃষক বন্ধু কেন্দ্র চালু করা হয়েছে। করোনা অতিমারীর সময়ে রাজ্যে কৃষক সম্মাননিধি প্রকল্পে কৃষকদের প্রায় ৩৬১ কোটি টাকা সহায়তা করা হয়েছে। শুধু তাই নয়, রাজ্যে কৃষি পরিকাঠামো গড়ে তুলতে রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত বলেন, রাজ্য সরকারের লক্ষ্য কৃষকদের স্বনির্ভর করা এবং রাজ্যকেও স্বনির্ভর রাজ্য হিসেবে গড়ে তোলা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছন্দা দেববর্মা। স্বাগত বক্তব্য রাখেন কৃষি দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস। উপস্থিত ছিলেন উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া সহ অন্যান্য অতিথি বৃন্দ।

 


INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    NEW DELHI    NEW DELHI   
INDIA    WEST BENGAL    KOLKATA   
NORTH EAST    MANIPUR    IMPHAL   
INDIA    Jammu and Kashmir    Jammu   
WORLD    Yemen    Aden   
INDIA    NEW DELHI    NEW DELHI   
TRIPURA    WEST TRIPURA    AGARTALA