VULNERABILITY - by Antima Baidya

English Poems:

 

I was certain,

I was drowning,

Into a black hole,

Made with the bricks of sorrows and loneliness,

In an interlocking pattern.

 

I stretched my arms for your help,

I clamored for your help thrice,

I remember.

You responded every time,

But were not willing to hold my hand,

And drag me out of that darkness,

May be it was your trick,

To let me learn to come out of it by myself,

But I was weak to take my weight.

 

You didn't perceive the struggle on my face,

You turned your back at me,

May be to burn up the ardor in me!

But as I said,

I was weak to take my weight.

 

You didn’t stretch your hand towards mine,

And I couldn’t reach to yours,

I fell down,

I got raptured,

I got disconnected to the world,

The pieces of me were shattered around,

You were still waiting for my accession,

But as I said I was too weak to take my weight,

Even of my pieces.

 


মাটির দুর্গার অন্তরালে জ্যান্ত দুর্গা কাঁদে

চোখের জল মুছে শক্তিরূপিনী হও । জ্যান্ত দুর্গাদের রুখে দাঁড়াতে হবে নিজের সন্তান টিকে প্রকৃত শিক্ষা দিয়ে মানুষ করার জন্য । যে ছেলের জন্য মায়ের প্রতি নিয়ত অবমাননা তার জন্য মায়ের দিকে আঙুল উঠে । জ্যান্ত দুর্গারা অন্তরের শক্তি নিয়ে রুখে না দাঁড়ালে সমাজ কি সুস্থ থাকবে ? 

বিশ্বাসঘাতক - স্মিতা রায়

ভূত হওয়ার সুবিধে হল, যখন যেখানে খুশি চলে যাওয়া যায়, আলো না থাকলেও দেখা যায়, আর লোকের না বলা মনের কথাটিও বেশ শোনা যায়। আমি পরম আবেগে নতুন প্রেমিকার মাংসবিহীন হাতের হাড়ে ধরাধরি করে হাজির হলাম টিনার নতুন ঘরে। 

সময়

সময়ের সাথে-সাথে হারিয়ে  যেতে দেখেছি প্রিয় মানুষদের  ,

সময়ের সঙ্গে-সঙ্গে শিথিল হতে দেখেছি সম্পর্কের বাঁধনকে। 

স্বপ্ন - দূর্বাঞ্জলী রায়

জানলা দিয়ে বাইরেটা একদৃষ্টে দেখছিল জয়ী। এই পথঘাট জয়ীর খুব চেনা। তবুও মাঝেমাঝে এই রাস্তার প্রতিটা বাঁক পেরোতেই ওর বুকে একটা কাঠঠোকরা গর্ত করতে থাকে! আর মনে হয় তার হৃদপিন্ড নিংড়ে রক্ত বেরোচ্ছে খুব! এসব ভাবতে ভাবতেই জয়ীর চোখ টা লেগে গেলো

বৃষ্টিধানী

আকাশ ভরা বাদল সবে, করছে দেখো গর্জন ।
বলছে কি না, "শুরু করা যাক, জল-বিন্দু বর্ষণ" ।
নিভিয়ে দেবো সকল আলো, সব কিছু হবে কালো ,