যুবক-যুবতীদের মধ্যে আত্মনির্ভর মানসিকতা গড়ে উঠেছে: মুখ্যমন্ত্রী

যুবক-যুবতীদের মধ্যে আত্মনির্ভর মানসিকতা গড়ে উঠেছে: মুখ্যমন্ত্রী

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিবেকানন্দ বিচার মঞ্চের সাধারন সম্পাদক তপন দাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিবেকানন্দ বিচার মঞ্চের সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সমাজসেবী সময় রায় প্রমুখ।

জন্মের পর থেকেই শিশুকে পুষ্টিকর খাদ্য দিতে হবে,ইট রাইট মেলা’-র উদ্বোধনে মুখ্যমন্ত্রী

জন্মের পর থেকেই শিশুকে পুষ্টিকর খাদ্য দিতে হবে,ইট রাইট মেলা’-র উদ্বোধনে মুখ্যমন্ত্রী

তিনি আরও বলেন, দৈনন্দিন জীবনে আমরা সকলেই কার্বোহাইড্রেট নিয়ে সজাগ থাকি কিন্তু সেইক্ষেত্রে আমাদের শরীর সঠিকভাবে ভিটামিন, প্রোটিন, আয়রন পাচ্ছে কিনা তা নিয়ে ততটা সচেতন থাকি না। প্যাকেটজাত খাবার খাওয়ার আগে তাতে কতটা ভিটামিন, প্রোটিন রয়েছে তা জানা প্রয়োজন।

মহিলাদের সার্বিক বিকাশে সরকার বহুমুখী কর্মসূচি নিয়েছে: মুখ্যমন্ত্রী

মহিলাদের সার্বিক বিকাশে সরকার বহুমুখী কর্মসূচি নিয়েছে: মুখ্যমন্ত্রী

মহিলাদের সার্বিক বিকাশে সরকার বহুমুখী কর্মসূচি নিয়েছে। মুখ্যমন্ত্রী বাসন্তীপূজা উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, মা দূর্গা শক্তিদায়িনী ও অসূরনাশিনী। তাই রাজ্য সরকার চায় মহিলারা আত্মনির্ভর হয়ে উঠুক। সেই লক্ষ্যেই সরকার সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছে।

রাজ্যের গ্রামীণ বাজারগুলিকে সৌরশক্তির আলোকে সাজিয়ে তোলা হচ্ছে: উপামুখ্যমন্ত্রী

রাজ্যের গ্রামীণ বাজারগুলিকে সৌরশক্তির আলোকে সাজিয়ে তোলা হচ্ছে: উপামুখ্যমন্ত্রী

গ্রামীণ বাজার আলোক জ্যোতি প্রকল্পে আজ ধলাই জেলার গঙ্গানগর বাজারে সোলার স্ট্রিট লাইট লাগানো হয়েছে। উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা শনিবার এক অনুষ্ঠানে ফলক উন্মোচন করে এই কর্মসূচির উদ্বোধন করেন।

গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি ও  অফিসার্স ইউনিয়নের দুইদিন ব্যাপী সম্মেলনের শুরু

গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি ও অফিসার্স ইউনিয়নের দুইদিন ব্যাপী সম্মেলনের শুরু

ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি ও ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের যৌথ ২য় দ্বি- বার্ষিক রাজ্য সম্মেলন শুরু হয়। শনিবার সুপারী বাগানস্থিত দশরথ দেব মেমোরিয়াল হলে দুইদিন ব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন সারা ভারত আঞ্চলিক গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির সভাপতি সি. রাজীবন।

১৭ এপ্রিল থেকে তিনদিন ব্যাপী ভারত-বাংলাদেশ পর্যটন উৎসব

১৭ এপ্রিল থেকে তিনদিন ব্যাপী ভারত-বাংলাদেশ পর্যটন উৎসব

আগামী ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যটন দপ্তরের উদ্যোগে উজ্জ্বয়ন্ত রাজপ্রাসাদ প্রাঙ্গণে দ্বিতীয় ‘ভারত-বাংলাদেশ পর্যটন উৎসব অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এই মিলন উৎসবে এপার বাংলা ওপার বাংলার ট্যুর অপারেটর, হোটেল মালিক, পর্যটন আধিকারিক, স্বাধীনতা সংগ্রামী, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীগণ অংশগ্রহণ করবেন।

পশ্চিমবাংলার আসানসোল লোকসভা উপনির্বাচনের প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

পশ্চিমবাংলার আসানসোল লোকসভা উপনির্বাচনের প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

বক্তব্য রাখতে গিয়ে শাসক দলের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন বাংলায় রাজনীতির রং দেখে সরকারি সুবিধা দেওয়া হয়। দেশের প্রধানমন্ত্রী সব রাজ্যকে সমান ভাবে দেখেন। তাছাড়া নরেন্দ্র মোদী সব নেতাকে সমানভাবে দেখেন। যার ফলে ত্রিপুরাকেও দেশের মানুষ ভালোভাবে চিনতে পেরেছে।

সব মেলার মতো ব্রহ্মকুন্ড মেলাও এ রাজ্যের জাতি জনজাতির ধারাবাহিক ঐতিহ্য বহন করে চলেছে : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী

সব মেলার মতো ব্রহ্মকুন্ড মেলাও এ রাজ্যের জাতি জনজাতির ধারাবাহিক ঐতিহ্য বহন করে চলেছে : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী

তিনি বলেন, সব মেলার মতো ব্রহ্মকুন্ড মেলাও বহু মানুষের এক মিলন ক্ষেত্র। প্রতি বছর দু'বার এখানে ব্রহ্মকুন্ডকে উপলক্ষ করে আয়োজিত হয় এই মেলা। রাজ্যের দূরদূরান্ত থেকে এই মেলায় জাতি জনজাতি মানুষের সমাগম ঘটে। তিন দিনব্যাপী ব্রহ্মকুম্ভ প্রাঙ্গণ হয়ে উঠে জনমুখর ঐতিহ্যের এক পুন্যস্থান।

মুখ্যমন্ত্রীর সাথে সত্যজিৎ রায় ফিল্ম ইন্সটিটিউটের প্রতিনিধি দল সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন

মুখ্যমন্ত্রীর সাথে সত্যজিৎ রায় ফিল্ম ইন্সটিটিউটের প্রতিনিধি দল সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন

আলোচনাকালে মুখ্যমন্ত্রী বলেন, সংস্কৃতির কোন সীমা নেই। বহিরাজ্যের আগ্রহী পড়ুয়ারা এই ধরণের কোর্স করার জন্য ত্রিপুরায় আসলে রাজ্যের পড়ুয়াদের সামনে সম্ভাবনার দরজা খুলে যাবে। পাশাপাশি গুণগতমান এবং সংস্কৃতির বিনিময়ও ঘটবে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন।

ছবিমুড়াতে ছোট ছোট কটেজ নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে: পর্যটনমন্ত্রী

ছবিমুড়াতে ছোট ছোট কটেজ নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে: পর্যটনমন্ত্রী

পর্যটন মন্ত্রী বলেন, বাজার থেকে পয়সা দিয়ে অনেক কিছুই কেনা যায়। কিন্তু রক্ত বাজারে কিনতে পাওয়া যায় না। মানব দেহই হচ্ছে রক্তের উৎস। রক্তের কোন বিকল্প নেই। রক্তের যোগানের জন্য মানুষকেই এগিয়ে আসতে হয়। তাই বলা হয়ে থাকে রক্তদান হচ্ছে মহান দান।

ফিল্ম ইন্ডাস্ট্রি গড়ে তুলতে রাজ্য সফরে সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রতিনিধিদল

ফিল্ম ইন্ডাস্ট্রি গড়ে তুলতে রাজ্য সফরে সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রতিনিধিদল

সভায় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটের ডিরেক্টর ইনচার্জ সমীরণ দত্ত ও অন্যান্য সদসাগণ এবং পূর্ত দপ্তর ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

লেখাপড়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের ভালো আচরণ, সততা আয়ত্ব করতে হবে, মতবিনিময়ে মুখ্যমন্ত্রী

লেখাপড়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের ভালো আচরণ, সততা আয়ত্ব করতে হবে, মতবিনিময়ে মুখ্যমন্ত্রী

এদিনের অনুষ্ঠানে মতবিনিময় করার সময় মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের নেশা সামগ্রী থেকেও দূরে থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বিশেষ গুণ রয়েছে। সেটি খুঁজে বের করে এগিয়ে গেলে সাফল্য নিশ্চিত। লেখাপড়ার পাশাপাশি তিনি ছাত্রছাত্রীদের ভালো আচরণ, সততা এগুলি আয়ত্ব করার আহ্বান জানান।

সুন্দরভাবে হোস্টেল পরিচালনার জন্য সংশ্লিষ্ট এলাকার মহকুমা শাসক, মহকুমা উন্নয়ন আধিকারিক, অভিভাবকদের নিয়ে প্রতিমাসে একবার সভা করতে হবে: তপশিলীজাতি কল্যাণ মন্ত্রী

সুন্দরভাবে হোস্টেল পরিচালনার জন্য সংশ্লিষ্ট এলাকার মহকুমা শাসক, মহকুমা উন্নয়ন আধিকারিক, অভিভাবকদের নিয়ে প্রতিমাসে একবার সভা করতে হবে: তপশিলীজাতি কল্যাণ মন্ত্রী

তিনি জানান, প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনায় রাজ্যের ৩০টি তপশিলীজাতি অধ্যুষিত ভিলেজে পরিকাঠামো উন্নয়ন, পানীয়জল, রাস্তাঘাট, শিক্ষা সম্প্রসারণ প্রভৃতির কাজ চলছে। স্পেশাল সেন্ট্রাল অ্যাসিসটেন্ট টু সিডিউলকাস্ট সার প্ল্যান প্রকল্পে ২০২২-২০২৩ অর্থবছরে কাজ করার জন্য জেলাশাসকদের কাছ থেকে প্রস্তাব চাওয়া হয়েছে।

২০১৮ সালে নতুন সরকার গঠন হওয়ার পর উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি উত্তর ত্রিপুরা সহ ধলাই ও উনকটি জেলার উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

২০১৮ সালে নতুন সরকার গঠন হওয়ার পর উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি উত্তর ত্রিপুরা সহ ধলাই ও উনকটি জেলার উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

৬ একর জমিতে অত্যাধুনিক প্রযুক্তিতে এই রাইসমিল স্থাপন করতে ব্যয় হয়েছে ১৪ কোটি টাকা। ভারত সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রণালয়ের অধীনে প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনায় গড়ে উঠা এই অত্যাধুনিক রাইসমিলটি প্রতিদিন ১৬০ মেট্রিকটন চাল উৎপাদন ক্ষমতা সম্পন্ন।