IN MAKING - by Antima Baidya

English Poems:

 

Do you know how my poems are made?

Let me explain a bit.

The ductile alphabets,

They actually curve themselves to a universal recognised shape.

 

They tend to approach their fellows,

The scattered meaningless lines on a page.

Made with fallen coloured tear drops of a lonely pen,

Intending to juxtapose on the paper till the edge.

 

Then comes the struggle of assimilation,

Struggle to get a meaning of its own.

A word is made,

Following by many which urge for my emotions to be shown.

 

And the words tend to assemble to make a line,

A line that echoes the silence of my words.

They will pierce your heart to bleed for me.

That's why it's said,

Pen is mightier than the swords.

 

That is not the end as it seemed,

Single line would never be enough for my poem.

The lines take rebirth from their punctuations,

This is how my poems are made in my realm.

 


মাটির দুর্গার অন্তরালে জ্যান্ত দুর্গা কাঁদে

চোখের জল মুছে শক্তিরূপিনী হও । জ্যান্ত দুর্গাদের রুখে দাঁড়াতে হবে নিজের সন্তান টিকে প্রকৃত শিক্ষা দিয়ে মানুষ করার জন্য । যে ছেলের জন্য মায়ের প্রতি নিয়ত অবমাননা তার জন্য মায়ের দিকে আঙুল উঠে । জ্যান্ত দুর্গারা অন্তরের শক্তি নিয়ে রুখে না দাঁড়ালে সমাজ কি সুস্থ থাকবে ? 

বিশ্বাসঘাতক - স্মিতা রায়

ভূত হওয়ার সুবিধে হল, যখন যেখানে খুশি চলে যাওয়া যায়, আলো না থাকলেও দেখা যায়, আর লোকের না বলা মনের কথাটিও বেশ শোনা যায়। আমি পরম আবেগে নতুন প্রেমিকার মাংসবিহীন হাতের হাড়ে ধরাধরি করে হাজির হলাম টিনার নতুন ঘরে। 

সময়

সময়ের সাথে-সাথে হারিয়ে  যেতে দেখেছি প্রিয় মানুষদের  ,

সময়ের সঙ্গে-সঙ্গে শিথিল হতে দেখেছি সম্পর্কের বাঁধনকে। 

স্বপ্ন - দূর্বাঞ্জলী রায়

জানলা দিয়ে বাইরেটা একদৃষ্টে দেখছিল জয়ী। এই পথঘাট জয়ীর খুব চেনা। তবুও মাঝেমাঝে এই রাস্তার প্রতিটা বাঁক পেরোতেই ওর বুকে একটা কাঠঠোকরা গর্ত করতে থাকে! আর মনে হয় তার হৃদপিন্ড নিংড়ে রক্ত বেরোচ্ছে খুব! এসব ভাবতে ভাবতেই জয়ীর চোখ টা লেগে গেলো

বৃষ্টিধানী

আকাশ ভরা বাদল সবে, করছে দেখো গর্জন ।
বলছে কি না, "শুরু করা যাক, জল-বিন্দু বর্ষণ" ।
নিভিয়ে দেবো সকল আলো, সব কিছু হবে কালো ,