বিশালগড়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক ব্যবসায়ীর

বিশালগড়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক ব্যবসায়ীর

জানাগেছে, বৃহস্পতিবার রাত্রি আনুমানিক দশটা নাগাদ নব শান্তিগঞ্জ ছন বাড়িয়া এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী রতন দাস বয়স ৪৫ নিজ ঘরে রান্না করছিলেন। হঠাৎ রান্নার স্টোপ ফেটে শরীরে আগুন লেগে যায়। চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে এসে খবর দেয় বিশালগড় দমকল কর্মীদের।

ব্যাঙ্কে জাল নোটসহ আটক বহিঃরাজ্যের দুই ব্যক্তি

ব্যাঙ্কে জাল নোটসহ আটক বহিঃরাজ্যের দুই ব্যক্তি

বহিঃ রাজ্যের দুই ব্যক্তি আসলে ৮ হাজার টাকার মধ্যে ৩ হাজার ৫০০ টাকা জাল নোট পায় ব্যাংক । সঙ্গে সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষ বিশালগড় থানায় খবর পাঠায়। বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।

মোহনপুরে জওহর নবোদয় বিদ্যালয়ের সূচনা করলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ

মোহনপুরে জওহর নবোদয় বিদ্যালয়ের সূচনা করলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ

তিনি বলেন, হেজামারার খোয়াই চৌমুহনী এলাকায় ৫০ কানি জমিতে ৬০ কোটি টাকা ব্যয়ে জওহর নবোদয় বিদ্যালয় স্থায়ীভাবে স্থাপন করা হবে। আগামী মাস থেকেই এর নির্মাণ কাজ শুরু হবে। এই বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ১১৪ জন ছাত্রছাত্রীকে নিয়ে এখন ক্লাস শুরু হচ্ছে।

কেন্দ্রীয় সরকারের সঠিক পরিকল্পনায় করোনা অতিমারীর সময়েও কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে: কৃষিমন্ত্রী

কেন্দ্রীয় সরকারের সঠিক পরিকল্পনায় করোনা অতিমারীর সময়েও কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে: কৃষিমন্ত্রী

তিনি বলেন, রাজ্যে ইতিমধ্যেই ২৮টি কৃষক বন্ধু কেন্দ্র চালু করা হয়েছে। করোনা অতিমারীর সময়ে রাজ্যে কৃষক সম্মাননিধি প্রকল্পে কৃষকদের প্রায় ৩৬১ কোটি টাকা সহায়তা করা হয়েছে। শুধু তাই নয়, রাজ্যে কৃষি পরিকাঠামো গড়ে তুলতে রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে।